সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, যারা অবৈধভাবে এ দেশে বসবাস করছিল, তাদের ১৫ বছর অবধি কারাদণ্ডের সাজা ও ২ কোটি টাকা জরিমানা করা হবে। বিধি-মোতাবেক এখানে চুরি করলে সাজা হিসাবে কেটে নেওয়া হয় হাত। যদি কেউ অস্ত্র নিয়ে চুরি বা ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে তাকে আইন মোতাবেক সাজা দেওয়া হয়।
মুসলিম প্রধান দেশ হিসেবে তারা কঠোর আইন প্রণয়নের জন্য পরিচিত। এখানে এক সপ্তাহেই গ্রেফতার করা হয় ১৫ হাজার বিভিন্ন দেশের প্রবাসী। সম্প্রতিই সৌদি আরবে আইনের কড়াকড়ি নিয়ে ফের তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। আর তাতেই এক সপ্তাহে ১৫ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।
যাদের গ্রেফতার করা হয়েছে, তারা মূলত অবৈধ বসবাস ও কাজ করতেই সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশ করেছে। সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করার অপরাধেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের মধ্যে ৯৪৭৯ জনকে বেআইনিভাবে বসবাস ও ৩৭৬৩ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপিয়ান, ৩৩ শতাংশ ইয়েমেনি ও ৩ শতাংশ অন্যান্য দেশের বাসিন্দা ছিল।
নিয়ম-কানুন অমান্য করে অনুপ্রবেশকারীদের আশ্রয় ও বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যারা অবৈধভাবে এ দেশে বসবাস করছিল, তাদের ১৫ বছর অবধি কারাদণ্ডের সাজা ও ২ কোটি টাকা জরিমানা করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post