ওমানে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনে সম্প্রতি প্রকাশিত ৪২ জনের মধ্যে ৯ জন বাংলাদেশী নাগরিক। গতকাল (৩-ডিসেম্বর) ওমানের করোনাভাইরাস প্রোটোকল এবং সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে গণমাধ্যমে ৪২ জনের নাম প্রকাশ করা হয়।
উক্ত তালিকায় প্রকাশিত ৪২ জনের মধ্যে আইন লঙ্ঘনের শীর্ষে রয়েছে ফিলিপিনো নাগরিক। তালিকায় প্রকাশিত তথ্য অনুসারে ৪২ জনের মধ্যে ২০ জনই ফিলিপিনো নাগরিক।
এরপর রয়েছে ওমানি এবং বাংলাদেশী নাগরিকদের অবস্থান। আইন অমান্যের তালিকায় দুই দেশেরই সমান সমান নাগরিক দেখাগেছে। তালিকায় প্রকাশিত তথ্য অনুসারে ওমানের নাগরিক ৯ জন এবং বাংলাদেশী নাগরিক ৯ জন রয়েছে।
এরপরে রয়েছে ভারত এবং পাকিস্তানি নাগরিক। এবারের প্রকাশিত তথ্য অনুসারে ওমানে আইন অমান্যের তালিকায় দুইটি দেশের নাগরিকদের অবস্থান একই বলে উল্লেখ করা হয়েছে। এই দুইটি দেশের ২ জন করে মোট ৪জন নাগরিক রয়েছে এবারের আইন অমান্যের তালিকায়।
আরো পড়ুনঃ মুক্তি পেলেন হুথিদের হাতে জিম্মি ৫ ওমান প্রবাসী বাংলাদেশী
ওমানের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, দেশটির দক্ষিণ আল বাতিনা, মুসান্দাম, দক্ষিণ আশ শারকিয়াহ এবং ধোফার এলাকায় সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি না মানার এই দায়ে ৪২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। পরে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি রায় প্রদান করেন।
বিবৃতিতে বলা হয়েছে, “পাবলিক প্রসিকিউটর নিষিদ্ধকরণ গণ জমায়েত এবং মাস্ক না পরায় ৪২ জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সেই অনুযায়ী তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছিল। আদালত তাদের বিরুদ্ধে ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার ওমানি রিয়াল জরিমানা করে রায় প্রদান করেন।
আরো পড়ুনঃ ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
আটককৃত বাংলাদেশী ৯ জনের মধ্যে রয়েছে মোঃ আশিক, জিয়াউল হক, পালোয়ান জাহাঙ্গীর, আবু সাইদ, ফাইসাল উদ্দিন, আলাল উদ্দিন, এমদাদুল হক, মোঃ আরিফ মহিউদ্দিন ও মোঃ রায়েল। এদের মধ্যে কয়েকজনকে ৫০০ থেকে ১ হাজার ওমানি রিয়াল জরিমানা এবং ৩মাসের জেল দেন আদালত। সেইসাথে বেশ কয়েকজনকে ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়ার ও রায় প্রদান করেন আদালত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post