কুমিল্লার হোমনায় রায়জন নেছা (৬৫) নামে এক নারীকে হত্যা করেছে তার প্রবাস ফেরত ছেলে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের লালবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধা উপজেলার নিলখী ইউনিয়নের লালবাগ গ্রামের মৃত মো. চাঁন মিয়ার স্ত্রী। এ ঘটনায় পুলিশ তার ছেলে মো. আবুল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে। তিনি তার মাকে মাথায় ধারাল অস্ত্রের আঘাতে হত্যার কথা স্বীকার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মো. আবুল হোসেন ১৮ বছর সৌদি আরব ছিলেন। তিনি করোনার মহামারিতে জেল খেটে দেশে এসে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এতে তাঁর স্ত্রী সালমা আক্তার তাকে তালাক দিয়ে চলে যান। এরপর থেকেই মায়ের সঙ্গে থাকতেন মো. আবুল হোসেন।
গত রাতে তিনি মায়ের সঙ্গে ঝগড়া করে সকাল বেলা ঘরের দরজায় তালা দিয়ে বাজারে যান। বাজার থেকে ফিরে বাড়ির উঠানে বসে থাকেন। এ সময় একজন প্রতিবেশী জানালা দিয়ে ঘরে উঁকি দিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মাথায় ধারাল অস্ত্রের আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post