‘প্রিমিয়াম রেসিডেন্সি’ ভিসা সম্প্রসারণ এবং এর শর্ত সহজ করার পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব সরকার। দক্ষ প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সৌদি আরবে বিদেশীদের বসবাস, জমি এবং ফ্ল্যাট কেনা সহজ করে তুলবে।
সৌদি গত কয়েক বছর ধরে জ্বালানির ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। সেই প্রচেষ্টার অংশ হিসাবে, ২০১৯ সালে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা চালু করা হয়। প্রিমিয়াম রেসিডেন্স ভিসাধারীরা সৌদি আরবে শুল্কমুক্ত ভ্রমণ, পরিবারের সদস্যদের আনা, জমি বা ফ্ল্যাট কেনা, স্পন্সর ছাড়াই ব্যবসা করা উপভোগ করেন।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে আরও মেধাবী ও দক্ষ প্রবাসী এবং সম্ভাব্য বিদেশী বিনিয়োগকারীদের প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা দেওয়া হবে। পাশাপাশি এই ভিসাধারীরা সৌদিতে সর্বোচ্চ ৪০ লাখ ডলারের সম্পত্তি রাখতে পারবেন।
সৌদি অর্থনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের মতে, যদি ভিসার কভারেজ বাড়ানো হয় এবং শর্তগুলো সহজ করা হয়, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা সৌদিতে জমি-ফ্ল্যাট কিনতে আরও আগ্রহী হবে; আর দেশের রিয়েল এস্টেট খাত আরও শক্তিশালী হবে।
এদিকে ধর্মীয় উদ্দেশ্য ছাড়া ওমরাহ সংক্রান্ত ভিসার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। নিয়মনীতি মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়ে মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওমরাহ-এর ভিসাকে কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
সেই সঙ্গে কর্মসংস্থানের উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post