সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে কাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে এবং নিজস্ব পঞ্জিকা অনুযায়ী এ ঈদ উদ্যাপন করে আসছেন।
গতকাল মঙ্গলবার এই ফতোয়ার অনুসারীদের ৩০ রোজা পূর্ণ হয়েছে। তাই কাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি শেষ করেছে দরবার শরিফ কর্তৃপক্ষ। চন্দনাইশ জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে আটটায় দরবার শরিফ প্রাঙ্গণে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীর সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। একইভাবে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফে সকাল নয়টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দরবার শরিফের মুখপাত্র মৌলানা মতি মিয়া মনছুর প্রথম আলোকে বলেন, সুফি সাধক সৈয়্যদ মাওলানা মোখলেসুর রহমান জাঁহাগিরি (র.) ২০০ বছরের অধিক সময় আগে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে এবং নিজস্ব পঞ্জিকা অনুয়ায়ী রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করার নিয়ম প্রবর্তন করেন। তাঁর সেই দেখানো পথে আজ অবধি এ নিয়ম মেনে আসছেন ভক্ত ও অনুসারীরা।
দরবার শরিফের তথ্য অনুযায়ী, চন্দনাইশের ২৯টি, বাঁশখালী ও লোহাগাড়ার ৮টি, পটিয়া ও সাতকানিয়ার ৫টি, বোয়ালখালীর ২টিসহ কর্ণফুলী, আনোয়ারায় বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ কাল ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় মির্জাখীল ও জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা বুধবার ঈদুল ফিতর উদ্যাপন করবেন বলে দরবার থেকে জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post