ভারতের বিএসএফ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ভারতের-৪৩ ব্যাটালিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা তাদের আটক করে।
দক্ষিণ ত্রিপুরা রাজ্যের রাজনগর পিআর বাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করেছে বলে বিএসএফ জানিয়েছে। একই সময় বাংলাদেশিদের সাথে পাচার বাণিজ্যে জড়িত এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, ফেনীর দাগনভূঞার মৃত জেবল হকের ছেলে মো. ফয়সাল শেখ (২৭), নোয়াখালীর সেনবাগের সেলিম উল্লাহর ছেলে মো. আব্দুর রহমান (২৯), দাগনভূঞার মোহাম্মদ মফিজুল্লাহর ছেলে মো. মোহাম্মদ আলাউদ্দিন (৩০)।
এ সময় ভারতীয় বিএসএফ তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল সেট, বেশ কিছু কাগজপত্র এবং সৌদি রিয়াল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে ভারতের রাজনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনদিনের রিমান্ডের আবেদন করলে ভারতের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফেনী-৪ বিজিবির সিও লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দৌজা জানান, তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বেশ কিছুদিন সেখানে থাকার পর বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফ তাদের আটক করে।
আমরা বিএসএফ এর কাছে তাদের পরিচয় জানতে বার্তা দিয়েছি। বিস্তারিত জানার পর আইনি পদক্ষেপ নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post