গাজা যুদ্ধে ব্যবহৃত হতে পারে ভারতের তৈরি কিলার ড্রোন। এই ব্যপারে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির কয়েকজন কর্মকর্তা। এমন উদ্বেগ প্রকাশ করার কারণ ইসরাইলের সাথে ভারতের গভীর প্রতিরক্ষা সম্পর্ক।
ইসলামিক ইনফরমেশন বরাত থেকে জানানো হয়, ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে ভারতীয় ওই কর্মকর্তাদের এমন মন্তব্যে। কারণ, গাজা যুদ্ধে ভারতীয় ড্রোন ব্যবহৃত হওয়ার বিষয়ে জোর সন্দেহ প্রকাশ করেছে।
আদানি গ্রুপ ভারতের কিলার ড্রোনগুলো উৎপাদন করেছে। এই ড্রোনগুলো উৎপাদনে আদানি গ্রুপ ও ইসরাইলের একটি প্রতিরক্ষা সংস্থার যৌথ অংশিদারিত্ব ছিল।
প্রতিবেদনের তথ্য অনুসারে, এক মাসে ইসরাইলিকে প্রায় ২০টি এলবিট হার্মিস ৯০০ ড্রোন সরবরাহ করেছে আদানি এলবিট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post