ওমানে বৈদ্যুতিক ক্যাবল চুরির দায়ে চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। দক্ষিণ আল বাতিনার কয়েকটি নির্মাণাধীন বিল্ডিং থেকে বিপুল পরিমাণ তার চুরির ঘটনায় মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এই চার প্রবাসীর মধ্যে বাংলাদেশি আছে কিনা তা জানা যায়নি। যদিও ওমানে ক্যাবল চুরির সাথে জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক। ২০২৩ সালের শেষের দিকে পুলিশের কড়া নজরদারির কারণে চুরি কিছুটা কমলেও ফের রাজধানী মাস্কাটের বিভিন্ন অঞ্চল থেকে ক্যাবল চুরির একাধিক খবর পাওয়া গেছে।
ওমানের পিডিও এরিয়াতে এই ক্যাবল চুরির ঘটনা বেশি ঘটে। বিশেষ করে তামরিদ, হাইমা, মারমুল এবং শিল্পাঞ্চল গুলোতেও এধরনের চুরি বেশি হয়। এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত একরাতের ক্যাবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন।
চুরি করা ক্যাবল পোড়ানোর জন্য আলাদা চুলা রয়েছে, যেখানে একসাথে কয়েক টন ক্যাবল পোড়ানো হয়। ২ থেকে ৩ ঘন্টা পুড়িয়ে ক্যাবলের প্ল্যাস্টিক এবং তামা আলাদা করে তামাগুলো চড়া দামে বিক্রি করে চোরচক্র।
যদিও এর সাথে জড়িত এক ব্যবসায়ীরা বলছেন, আগে বেশ জমজমাট থাকলেও পুলিশের বাড়তি নজরদারির কারণে এখন এই ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post