প্রতিবছরের ধারাবাহিকতায় এবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১ হাজার ৫ শত অসচ্ছল কারাবন্দীকে মুক্ত করার ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন ফাক কুরবা। এই লক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সাহায্য তুলছে ওমানি আইনজীবী এসোসিয়েশন পরিচালিত সংস্থাটি।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতিষ্ঠালগ্ন থেকে ১০ পর্বে মোট ৫ হাজার ৮৯০ জন কারাবান্দীকে মুক্ত করেছে তারা। এরমধ্যে ২০২৩ সালে মুক্ত হয়েছেন ৯২৫ জন জেলবন্দী।
দেওয়ানি, বাণিজ্যিক এবং শ্রম আইনের মামলায় যেসব শ্রমিক বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি কারাগারে গিয়েছেন তাদের মুক্ত করতে কাজ করে ফাক কুরবা। ২০১২ সাল থেকে ওমানের প্রায় সবকটি অঞ্চলে তারা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
মহৎ এই উদ্যোগ নিয়ে ফাক কুরবার উপদেষ্টা ড. মুহাম্মদ আল জাদজালি বলেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষই দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার রাখে। সেই স্লোগানকে ধারণ করে সংহতিপূর্ণ সমাজ নির্মাণই এই উদ্যোগের লক্ষ্য।
কার্যক্রম শুরুর পর থেকে প্রতিবছরই সহায়তার পরিমাণ বাড়িয়েছে ফাক কুরবা। ২০১২ সালে মাত্র ৪৪ জন জেলবন্দীকে মুক্ত করতে সক্ষম হয় তারা। তবে ২০২৩ সালে সেই সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি ছিলো। আর ২০২৪ সালে তাদের লক্ষ্য, অন্তত দেড় হাজার কারাবন্দীকে জেল থেকে মুক্ত করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post