কুয়েতে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজারের মতো অবৈধ বাংলাদেশী শ্রমিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এসব শ্রমিক দেশ থেকে বৈধভাবেই এসেছিলেন।
দালালদের খপ্পরে পড়ে এখন অবৈধ হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তবে রোববার থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করার পর অবৈধদের মধ্যে কতজন বাংলাদেশি দেশে ফিরবেন তাও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। বিশেষজ্ঞরা বলছেন, যারা বৈধভাবে এক বছর আগে এসে নতুন করে আকামা লাগাতে পারেননি, তাদের কুয়েত ছাড়ার সম্ভাবনা খুবই কম।
যদিও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাধারণ ক্ষমার সময়কালকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবেই দেখছেন।
এর আগে পবিত্র রমজান মাস এবং দেশটির আমির শেখ মিশাল আল-আহমাদ সরকারের শাসনভার গ্রহণ উপলক্ষে সাাধারণ ক্ষমার ঘোষণা দেয় কুয়েত। সাধারণ ক্ষমার তিন মাস সময়ের মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল-জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post