বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) ছয় মাসের জন্য পেন্ট্রিম্যান পদে শিক্ষানবিশ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদে ইন্টার্ন নেয়া হবে ছয় মাসের জন্য। প্রত্যেক ইন্টার্নকে হাজিরা বাবদ দৈনিক ৬০০ টাকা করে সম্মানী দেওয়া হবে। আট ঘণ্টা করে দৈনিক ডিউটি করতে হবে।
আবেদন করার যোগ্যতা-
প্রার্থীকে কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০ মার্চ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে। একজন পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি।
সুঠাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীদের। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় বাধ্যতামূলকভাবে পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট সঙ্গে আনতে হবে। এছাড়া বিমানের শারীরিক ফিটনেস প্রতিবেদনও সংগ্রহ করতে হবে।
যেভাবে আবেদন করতে হবে-
এই লিংকে নিয়োগসংক্রান্ত আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে।
আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা-
ব্যবস্থাপক প্রশাসন বরাবর নির্ধারিত বাক্সে আবেদনপত্র জমা দিতে হবে সম্পূর্ণ ঠিকানাটি হল:- ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা।
আবেদনের শেষ সময়-
এরইমধ্যে শুরু হয়েছে আবেদন। আবেদনের শেষ সময় ২০ মার্চ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post