সংযুক্ত আরব আমিরাতের বিমান টিকিটের প্রলোভন দেখিয়ে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে স্বর্ণ পাচার করছে চোরাকারবারিরা। এতে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ।
ব্যবসায়ীদের দাবি, বিমানবন্দরে ট্যাক্সের অঙ্ক একই থাকলেও কমেছে টিটিবার বহনের ওজন। আর তাই ক্রমেই চোরাকারবারিদের দৌরাত্ম্য বাড়ছে।
রমজান এবং ঈদের ছুটি থাকায় দেশে আসতে আগ্রহী প্রবাসীর সংখ্যা অনেক। কিন্তু টিকিটের চড়ামূল্যের কারণে সে আশা পূরণ হচ্ছে না। এ সুযোগেরই অপব্যবহার করছেন স্বর্ণ চোরাকারবারিরা। টিকিটের প্রলোভন দেখিয়ে প্রবাসীদের ফাঁদে ফেলছেন তারা। প্রবীনদের মতে, কিছু অসাধু ব্যবসায়ী দেশে প্যাকেজ বা সামগ্রী পাঠানোর কথা বলে স্বর্ণ বেশি দিয়ে প্রবাসীদের বিপদে ফেলছেন। তাই প্রবাসীদের ফ্রি টিকিটের আশায় তাদের প্রতারণার শিকার হওয়া উচিত হবে না।
এদিকে স্বর্ণের মূল্য বেশি থাকায় সাধারণ জুয়েলারির দোকানগুলোতে ক্রেতার ভিড় কম দেখা গেলেও টিটিবার ও কিলোবারের দোকানগুলোতে বিক্রি স্বাভাবিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে তাদের ধারণা, ঈদকে সামনে রেখে দৌরাত্ম্য বাড়তে পারে চোরাকারবারিদের।
আগে দুবাই বিমানবন্দরে ৪০ হাজার টাকা ট্যাক্স দিলে ১০০ গ্রামের দুটি টিটিবার বহন করা যেত। কিন্তু নতুন অর্থবছরে ট্যাক্সের পরিমাণ একই রেখে কমিয়ে দেয়া হয় টিটিবারের ওজন। এ কারণে স্বর্ণ চোরাকারবারিদের দৌরাত্ম্য আরও বেড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post