বাহরাইনে বাংলাদেশি কর্মীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুহার বাড়ছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে ৯৭ জন কর্মীর মধ্যে ৮২ জন হৃদরোগে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে বাহরাইনের বাংলাদেশি দূতাবাস। শনিবার এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বাংলাদেশি দূতাবাস জানায়, ১ বছরে হৃদরোগ ৮২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে, তাই হৃদরোগের ঝুঁকি মোকাবিলায় অধিকতর সচেতন হওয়া প্রয়োজন। অসুস্থ হওয়ার আগেই টিপস সম্বলিত বাহরাইনের মোহাম্মদ বিন খলিফা কার্ডিয়াক সেন্টারের লিফলেট অনুসরণের পরামর্শ দেয় দূতাবাস।
প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য কল্যাণ কাজের অংশ হিসেবে এই সতর্কবার্তা দিলো দূতাবাস। এছাড়া বাংলাদেশি কর্মীদের মধ্যে যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের খোঁজখবর নেয়া, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে দূতাবাস।
পাশাপাশি প্রতিমাসে ১০ জন প্রবাসীকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা কুপন দেয়াও অব্যাহত আছে, ফলে দীর্ঘমেয়াদী রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং সম্পূর্ণ ফ্রি কনসালটেন্সি সেবা পাচ্ছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post