প্রবাসী যাত্রীর ব্যাগ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেক প্রবাসীকে আটক করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন থেকে ১০ হাজার ৫৩০ রিয়ালসহ এক প্রবাসী যাত্রীর ব্যাগ চুরি করে আরেক প্রবাসী।
শুক্রবার (১৫ মার্চ) মৌলভীবাজারের রাজনগর থেকে তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আটক করে। অভিযুক্ত দুবাই প্রবাসী খালেদ মিয়া রাজনগরের বাসিন্দা। তাঁকে নিয়ে বিমানবন্দরে প্রেস ব্রিফিং করেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।
জানা যায়, শারজা থেকে বুধবার (১৩ মার্চ) সকালে ওসমানী বিমানবন্দরে আসেন কানাইঘাটের পাগু গ্রামের মো. জাকারিয়া। তাঁর একটি ব্যাগ বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে রাখার পর সেটি আর পাননি। তিনি পরদিন বৃহস্পতিবার (১৪ মার্চ) বিমানবন্দর থানায় জিডি করেন এবং পরে এপিবিএন বরাবরে ব্যাগ উদ্ধার আরেকটি আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ চেক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) খালেদ মিয়াকে আটক করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post