করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারও চার সপ্তাহের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) বাড়াল মালয়েশিয়া সরকার। এর আগে ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর নাগাদ লকডাউন থাকলেও বর্তমানে তা বাড়িয়ে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ৩য় বারের মতো সিএমসিও বহালের সিদ্ধান্ত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধগুলো আগের মতো বহাল থাকবে। এর আগে তিনি কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) আওতাভুক্ত সেলাঙ্গোর, সাবাহ, কুয়ালালামপুর, পুত্রাজায়া এবং লাবুয়ানের সরকারী ও বেসরকারি খাতের প্রায় ১০ লাখ কর্মীকে ২২ অক্টোবর থেকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেন। এসময় তিনি সব কর্মীকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানান।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
দেশটির লকডাউন নির্দেশিকা অনুসারে:
# জিম, ফুটবল মাঠ এবং ফুটসাল কোর্ট খোলা থাকবে
# পাবলিক পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে
# একটি গাড়িতে সর্বোচ্চ ২ জন
# কর্মীদের কাজে যাওয়ার সময় তাদের নিয়োগকর্তার অনুমতিপত্র সাথে রাখতে হবে।
# জরুরী অবস্থা বা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া আন্তঃজেলা এবং আন্তঃরাজ্য ভ্রমণ নিষিদ্ধ।
# সিএমসিও এবং আরএমসিও এলাকার মধ্যে চলাচল এবং ভ্রমণও নিষিদ্ধ।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
# উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি এবং শিশুদের বাইরে যেতে উৎসাহিত না করা, বিশেষ করে উন্মুক্ত এবং জনবহুল এলাকায় এড়িয়ে চলা।
# কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বহাল থাকা রাজ্যগুলোতে যাতায়াত করতে হলে ভ্রমণের আগে নিকটবর্তী থানা থেকে অনুমতিপত্র সংগ্রহ করা।
# কেএলআই-১, কেএলআই-২ এবং সুবাং বিমানবন্দর দিয়ে আকাশপথে ভ্রমণকারী ব্যক্তিদেরও পুলিশের অনুমতি নিতে হবে।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post