চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩২টি সোনার চুড়ি জব্দ করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা শুক্রবার (১৫ মার্চ) সকালে তার ব্যাগেজ তল্লাশি করে ৩২টি সোনার চুড়ি জব্দ করে।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ হওয়া সোনার ওজন ১ কেজি ২২০ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক এক কোটি ২২ লাখ টাকা।
বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছেন রফিকুল নামে এক যাত্রী। কাস্টমস কর্মকর্তাদের চোখে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে।
এরপর তার সঙ্গে থাকা ব্যাগেজ এবং দেহ তল্লাশি স্ক্যানিং করা হয়। এই সময় ব্যাগেজে মধ্যে সোনার মতো কিছুর প্রতিচ্ছবি দেখা যায়। তার পরিহিত পোশাকে বিশেষ কায়দায় জুতার ভেতর লুকানো অবস্থায় এবং ব্যাগেজের মধ্যে ৩২টি সোনার চুড়ি পাওয়া যায়।
কাস্টমস হাউসের সহকারী কমিশনার জানান, জব্দ হওয়া সোনাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। অভিযুক্ত এই যাত্রীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post