হটাৎ করেই বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিমান অবতরণের কিছুক্ষণ আগে রানওয়েতে আগুন লাগার ঘটনায় রীতিমত শোরগোল শুরু হয়ে যায়।
কোচবিহার বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন ঘাস থেকে প্রচুর ধোয়া বেরোতে দেখা যায়। এই ঘটনায় মুহূর্তেই মধ্যেই বিমানবন্দরের কিছু এলাকা ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায়। এখানে কি হয়েছে তা দেখতে বিমানবন্দরে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উপস্থিত হয়। দেখা যায় বেশ কিছু ঘাসে আগুন লেগে যায়। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়।
বিমানবন্দর এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, “বিমান অবতরণের কিছুক্ষণ আগে রানওয়ের ঘাস থেকে প্রচুর ধোয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে প্রচুর মানুষ উপস্থিত হন বিমানবন্দরের প্রাচীরের বাইরে। আগুন লাগলো কীভাবে এই নিয়ে কৌতুহল ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। যদিও পরে দেখা যায় ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।”
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ‘ঘাসের মধ্যে আগুন লাগতে পারে পাখি তাড়ানোর বাজি থেকে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বরাত থেকে জানা যায়, “ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারপর বিমান যথারীতি নির্বিঘ্নে কোচবিহার বিমানবন্দরে অবতরণ করতে পারছে। তারপর আবারোও কিছু বিমান সময়মতো কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post