গেল বছরের ৭ অক্টোবর ইসরাইলি বাহিনী ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করার পর যেখানে থেকে একসঙ্গে কাজ শুরু করেছিলেন, অবরুদ্ধ গাজার সেই আল-শিফা হাসপাতালেই বিয়ে সেরেছেন ফিলিস্তিনি দুই চিকিৎসক।
গতকাল বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর।
সংবাদমাধ্যমটি জানায় , ওই দুই ফিলিস্তিনি চিকিৎসকের নাম থায়ের দাবাবেশ ও আসমা জাবের। গত মঙ্গলবার (১২ মার্চ) বিয়ে করেছেন তারা।
এদিকে, থায়ের ও আসমার বিয়ে হওয়ার কথা ছিল গত নভেম্বরে। কিন্তু যে বাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠানের কথা ছিল, যুদ্ধ শুরুর পরপরই সেখানে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়। ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় সেই বিয়ে।
মিডলইস্ট মনিটর বলছে, গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধ ষষ্ঠ মাসে প্রবেশ করায় থায়ের-আসমা দম্পতি গাজা শহরের পশ্চিমে অবস্থিত আল-শিফা মেডিকেল কমপ্লেক্সেই তাদের সহকর্মীদের নিয়ে অনাড়ম্বর বিয়ে সেরে নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের ভেতরে বিয়ের অত্যন্ত ছোট একটি অনুষ্ঠান হয়েছিল। এতে নববধূর পরিবার, বন্ধুবান্ধবও উপস্থিত ছিলেন না। এমনকি আসমা জাবের তার মেডিকেল কোটই পরেছিলেন।
কনের পরিবার ইসরাইলি হামলায় বাস্তুচ্যুত হয়েছে এবং গাজার দক্ষিণাঞ্চলের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post