বিশ্বের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো নদী ছাড়া বেঁচে রয়েছে! কীভাবে পানির জোগান দিচ্ছে দেশগুলো? জানলে অবাক হবেন।
এর মধ্যে হয়ত অনেক দেশে আপনি গিয়েছেন। কিন্তু কখনো বুঝতেই পারেননি সেখানে পানির এত সমস্যা। সেই দেশগুলোতে পানির বদলে একটা জিনিস ছিল বলেই কি এরা এত ধনী? ঐ দেশগুলোতে ছিল না পানি কিন্তু তেল ছিল। আর সেই তেল বিক্রি করেই পানি কিনছে তারা।
নিশ্চই বুঝতে পেরেছেন কোন দেশের কথা বলছি। সৌদি আরবের পশ্চিম দিকে রয়েছে লাল সাগর। দক্ষিণ দিকে ওমান এবং ইয়েমেন, উত্তর দিকে জর্ডান এবং ইরানের সীমানা। আর পূর্বদিকের দেশটি হলো কুয়েত। খেজুরগাছে ঘেরা সৌদি এত ধনী হওয়া সত্ত্বেও তাদের নেই কোনও নদী।
নদী ছাড়া তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওমান। সৌদি আরবের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি ছোট দেশ ওমান। এ দেশের দ্বিতীয় নাম সালতানান ওমান। মধ্যপ্রাচ্যের আরও একটি ছোট দেশ কাতার। এ দেশটিতেও নেই কোনও নদী। বর্তমান সময়ের খুবই উন্নত দেশ কাতার।
হাজার হাজার মানুষ প্রতি বছর কর্মসংস্থানের উদ্দেশে সেদেশে পাড়ি জমাচ্ছে। তাছাড়া রয়েছে কুয়েতে, আরব আমিরাত জানে না নদী কাকে বলে। তারপরও এই দেশগুলোর জনজীবন টিকে আছে কীভাবে? এদেশগুলোতে কত টাকায় বিক্রি হয় পানি কারা দেয় এদের পানি?
সৌদি আরবের বেশিরভাগই অংশই ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। আজও এদেশের মানুষ পানির জন্য কূপ ব্যবহার করে। শুধুমাত্র ভূগর্ভস্থ পানি দিয়ে দেশটির পানির অভাব দূর করতে পারে না। পরিসংখ্যান বলছে সৌদি আরবের ভূগর্ভস্থ পানি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তাই পানির অভাব মেটাতে সৌদি আরবে সমুদ্রের পানিকে পানযোগ্য করে ব্যবহার করা হয়। বুঝতেই পারছেন এই প্রক্রিয়া অনেক ব্যয়বহুল।
ওয়ার্ল্ড ব্যাংকের বরাত থেকে জানা গেছে, সৌদি আরবের মোট জিডিপির ২ শতাংশ প্রতি বছর পানির জন্য খরচ করে। সৌদি আরব দুটি সাগর দ্বারা বেষ্টিত। এই দেশের পশ্চিমে রয়েছে লোহিত সাগর এবং পারস্য উপসাগর।
সৌদি আরবের কাছে এই দুটি সমুদ্রই বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সৌদি আরব সমুদ্রের পানিকে পানযোগ্য করে ব্যবহার করে। সাগরের পানিকে পানযোগ্য করতে রিভার্স অসমোসিস পদ্ধতি প্রয়োগ করা হয়। অর্থাৎ সাগরের পানি লবণমুক্ত করা হয়, তার তা পিউরিফাই করে দেশে ছড়িয়ে দেওয়া হয়।
শুধু সৌদি একা নয় ওমান, কাতার , কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এভাবে পানিকে লবণমুক্ত করা হয়। যদিও মধ্যেপ্রাচ্যের এই সব দেশগুলো ধনী বলেই হয়ত তারা পেরে উঠছে এভাবে এসব দেশ জীবনকে দাম দিয়ে কিনছে পানির ওপর নাম তো জীবন, তাই না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post