ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় ও দরিদ্রদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাকি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জহির উদ্দিন সিদ্দিক টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীরামপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক গোলাম হোসেন হাসান মাস্টার, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ স্বপন, আল ফাতাহ পলি প্যাকেজিং লি: ম্যানেজিং ডিরেক্টর গোলাম রহমান শিপন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নবীনগর শাখার সভাপতি হেলাল উদ্দিন, শ্রীরামপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মাসু মিয়া, আব্দুস সাত্তার, সমাজ সেবক রেহান উদ্দিন। শামীম, হৃদয়, শাওন, হামীম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সংস্কৃতি কর্মী মাসুদ রানা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post