আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে পবিত্র রমজান উপলক্ষ্যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় হাইকমিশন।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন শনিবার (৯ মার্চ) তাদের ফেসবুক পেইজে এক পোস্টে এর মাধ্যমে নিশ্চিত করে জানান, আগামী মঙ্গলবার (১২ মার্চ) যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছাতে হবে।
ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশিদের জন্য ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। ভিসা আবেদনপত্র কেন্দ্রগুলোর স্থান হলো- ঢাকা (যমুনা ফিউচার পার্ক), খুলনা, ময়মনসিংহ, যশোর, বরিশাল, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, সিলেট, রাজশাহী, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়া আইভ্যাক। ঢাকাতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভারতীয় ভিসা আবেদন সেন্টার।
ভারতীয় হাইকমিশন নতুন সময়সূচি ঘোষণা করেছিল গত বছর রমজানেও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post