করোনা মহামারীর মাঝেও ওমানের অর্থনীতিতে দুর্দান্ত অগ্রগতি হয়েছে বলে জানালেন ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল ফিনান্স (আইআইএফ)। বুধবার আইআইএফ এর প্রকাশিত তথ্যে দেখা গেছে, ওমানের আর্থিক সামঞ্জস্য ও কাঠামোগত উন্নতিতে দুর্দান্ত অগ্রগতি করেছে দেশটির অর্থনীতি। যা করোনা মহামারীর প্রভাবকে কমাতে সহায়তা করবে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ওমানের বর্তমান সঙ্কট চলাকালীন সময়ে অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে দেশটির সরকার। ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় পুনর্গঠিত সহ মহামারীর ক্ষয়ক্ষতি মোকাবিলায় আর্থিক ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সেইসাথে ২০২১ সাল থেকে ওমানে নতুন পাঁচ শতাংশ আয়করের বিষয়টিও প্রতিবেদনে ইতিবাচক হিসেবে তুলে ধরা হয়। এছাড়াও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ বাড়াবে ওমান। জিডিপির অংশ হিসাবে ওমানিদের ব্যয় ৪৩ শতাংশ। যা উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির চেয়েও অনেক বেশি বলে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুনঃ রহস্যময় ওমানের সুলতান
সেইসাথে ওমানে সরকারী বিনিয়োগ বাড়ানোর পর্যাপ্ত সুযোগ রয়েছে বলেও তুলে ধরা হয়েছে। আইআইএফের এমইএনএর প্রধান অর্থনীতিবিদ গার্বিস ইরাদিয়ান বলেন, ব্যয় কমানো ও কর সংস্কারের মাধ্যমে আর্থিক ঘাটতি উন্নয়ন সম্ভব। তিনি আরো বলেন, আইআইএফ নিশ্চিত করেছে যে, ওমানি অর্থনীতি সাম্প্রতিক আইএমএফ অনুমানের তুলনায় অনেক ভাল অবস্থানে রয়েছে।
ওমানের সকল সংবাদ দেখুন বুলেটিনেঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post