বাংলাদেশী ভ্যানচালক আব্দুল সালাম মো: রমজান আলীর দীর্ঘ দিনের লালিত স্বপ্ন মহানবীর দেশ সৌদি আরব এসে মক্কা-মদিনা দেখবেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ওমরাহ পালনের জন্য একটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত করায়, অবশেষে আব্দুল সালাম তার দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।
আব্দুল সালাম জানায়, ‘আমি আমার চোখে পবিত্র মক্কা ও মদিনা দেখতে চেয়েছিলাম, দীর্ঘ দিন ধরে আমি আমার অনুরোধ গ্রহণের চেষ্টা করেছি।’ সৌদি কর্তৃপক্ষকে চিঠি লিখেছি, পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সাথেও যোগাযোগ করেছি যাতে তার লালিত স্বপ্ন বাস্তবে পূরণ হয়।
এদিকে, ঝিনাইদহ জেলায় ৩৫ বছর ধরে ভ্যান চালিয়ে আসা আব্দুল সালাম ওমরাহ পালনের উদ্দেশে ৩৪ সদস্যের প্রতিনিধি দলের অংশ হিসেবে গত ৬ মার্চ মদিনায় পৌঁছান। সালাম ও তার প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের সাথে আজ শুক্রবার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করবেন। প্রতিনিধি সদস্যদের মধ্যে ইসলামিক স্কলার, সাংবাদিক, শিক্ষার্থীরাও আছেন।
এদিকে ৫৪ বছর বয়সী আব্দুল সালাম বলেন, ‘আমাকে মক্কা ও মদিনা দেখার সুযোগ করে দেয়ার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহ ও সৌদি বাদশাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ সাথে তার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি কলেজের মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করা আব্দুল সালামের আরো একটি স্বপ্ন আছে, তিনি জেরুজালেমের আল-আকসা মসজিদ পরিদর্শন করতে চান। তিনি জানান, আমি আল-আকসা মসজিদের ইমামকে কিছু উপহার দিতে চাই। আমি আমার সাধ্য মতো তাদের সাহায্য করতে চাই। সালাম তার স্বপ্ন পূরণে সহায়তা করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির কাছেও একটি অনুরোধপত্র লিখেছেন।
এদিকে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এই বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার ওমরাহ যাত্রীকে অতিথি হিসেবে অনুমোদন দেন। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় পবিত্র মক্কা-মদিনা মসজিদের অতিথি প্রোগ্রামের অংশ হিসেবে হজ, ওমরাহর এই আয়োজন বাস্তবায়ন করছে।
এবিষয়ে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ সৌদি বাদশাহ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে এই উদার উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post