টানা চতুর্থদিনের মত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত দেখলো ওমানের বাসিন্দারা। সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বৃষ্টি থামেনি বৃহস্পতিবারেও।
যদিও মঙ্গল ও বুধবারের তুলনায় বৃহস্পতিবার থেকে বর্ষণ অনেকখানি কমে আসে। এবার অন্যান্য অঞ্চলের চেয়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখেছে আল বুরামি প্রদেশ। এই অঞ্চলে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা মুসান্দামের খাসাব ও মাধায় যথাক্রমে ৯৬ ও ৭১ মিলি মিটার বৃষ্টিপাতের তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।
এসব অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকায় বিভিন্ন সড়কে পানি জমে যায়, ডুবে যায় নিম্নাঞ্চলের দোকানপাট ও বাসাবাড়ি। তবুও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে তীব্র স্রোতের ওয়াদি পার হতে গিয়ে বিপদে পড়েছেন। বিভিন্ন ওয়াদি থেকে ঝুকিপূর্ণ অবস্থায় অন্তত ৪ টি গাড়ি উদ্ধার করে সিভেল ডিফেন্সের রেসকিউ টিম।
এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বৃষ্টিকালীন সময়গুলোয় ওয়াদি পাড় হতে গিয়ে প্রবাসীসহ বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই ক্ষয়ক্ষতি এড়াতে এবারও বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সময় সবাইকে সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post