প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি সুসংবাদ দিল কুয়েত। দীর্ঘদিন ধরে প্রবাসীরা যেটি পাওয়ার প্রত্যাশায় ছিলেন, সেই বহুল কাঙ্খিত সেবাটি শিগগিরই পেতে যাচ্ছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে।
প্রবাসী সংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎ কারে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানান, ২০২১ সালের নভেম্বর মাসে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভিস চালু সংক্রান্ত একটি নোটিস দিয়েছিল। এরই ফলশ্রুতিতে সার্ভিসটি চালু করার সম্ভাবনা চলতি মাস থেকেই হবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রদূত আশিকুজ্জামান বলেন, চলতি এই মাসের ২০ তারিখে টেকনিক্যাল সাপোর্ট টিম বাংলাদেশ থেকে আসার কথা রয়েছে এবং ২৪ থেকে ২৯ তারিখের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন টিমও আসবে। তাদের আসার পরই চূড়ান্তভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভিস চালু করা যাবে। এরই মধ্যে দূতাবাস এনআইডি সার্ভিস চালু হওয়ার কিছু কাজও সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নাগরিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণ হবে। বাংলাদেশি নাগরিক হিসেবে প্রবাসীদের জন্য এটি একটি বড় পাওয়া।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানান, এনআইডি সার্ভিস চালুর আগে কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেটি পরে জানিয়ে দেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post