কাটা পড়েছে লোহিত সাগরে সাবমেরিন ক্যাবল, ফলে ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবায় উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটছে। কমে গেছে ইন্টারনেটের গতিও।
হংকং-ভিত্তিক টেলিকম কোম্পানি এইচজিসি গ্লোবাল কমিউনিকেশনস বলছে, চারটি প্রধান টেলিকম নেটওয়ার্কের তার কেটে যাওয়ায় মধ্যপ্রাচ্যের এর ব্যাপক পড়েছে। ফলে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের যোগাযোগের আনুমানিক ২৫ শতাংশ বাধাগ্রস্ত হচ্ছে।
সংস্থাটি বলছে, গ্রাহকদের অসুবিধা বিবেচনায় নেটওয়ার্ক ট্র্যাফিককে দ্রুততার সাথে রিরাউটিং করার চেষ্টা করছে তারা। তবে কীভাবে তারগুলো কাটা পড়লো বা এর জন্য কে দায়ী তা জানা যায়নি বলে তথ্য দিয়েছে তারা। মূলত আন্ডারওয়াটার এই ক্যাবলগুলোই ইন্টারনেট সংযোগের অদৃশ্য শক্তি, সাম্প্রতিক বছরগুলোয় গুগল, মাইক্রোসফ্ট, অ্যামাজন এবং মেটার মতো জায়ান্টরা এতে ব্যাপক অর্থায়ন করেছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে এর বেশিরভাগই আসে এই সাবমেরিন ক্যাবল দিয়ে। ফলে মেরামত না হওয়া পর্যন্ত গ্রাহকদের আরও কিছুটা ভুগতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post