প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুই দিনব্যাপী বনভোজন ও পিঠা মেলার আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি কুয়েত। কুয়েত সিটি থেকে দূরে সেবদি এলাকায় প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছড়া শুক্রবার পিঠা মেলার আয়োজন করা হয়।
পিঠা মেলার প্রবাসী বাংলাদেশি পরিবার নিজেদের হাতে তৈরি ভাপা পিঠা, চিতল পিঠা, পাটি সাপটা, চমচম, সন্দেশসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেন। বসন্তের সাজে সাজেন নারীরা। মরুর বুকে পরিণত হয় একখণ্ড বাংলাদেশ। এতে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা একমঞ্চে মিলিত হন।
বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান টিটোর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আব্দুল হাই মামুন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা এসময় উপস্থিত ছিলেন। তারা জানান, দেশ থেকে হাজার কিলোমিটার দূরে পরিবার প্রিয়জন ছাড়া প্রবাসীদের মানসিক প্রশান্তির জন্যই এ আয়োজন। সবশেষে র্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post