হাটহাজারীতে আমিন উল্লাহ বাহার (৫৭) নামের এক প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা কে স্বপরিবারে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম প্রবাসী আমিন উল্লাহ বাহার নেজাম মোরশেদ বাবুল (৪৬), ইকবাল মোরশেন সাধু (৪২), মো. হালিম (২৮), মো.আবদুল খালেক (২৫) নামের চার জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার এবং হাটহাজারী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। যার নম্বর ১২৯৬।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১নং ফরহাদাবাদ ইউপির ৭ নং ওয়াডস্থ ইউছুফ চৌধুরীর বাড়ির মৃত রহিম বক্স চৌধুরীর পুত্র আমিন উল্লাহ বাহার চৌধুরী দীর্ঘদিন যাবদ প্রবাস জীবন যাপন করে আসছিলেন। ভিকটিম মৌরণীও রেজিস্ট্রিকৃত দলিল নং ৭৩৭ তারিখ- ১৭/০২/২০১৫ ইং মূলে কিছু সম্পত্তির মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন ।
ওই প্রবাসী স্বপরিবারে দেশের বাইরে থাকার সুযোগ নিয়ে একই এলাকার উল্লেখিত বিবাদীগণ উক্ত সম্পত্তি অন্যায়ভাবে জবর দখল করতে প্রবাসী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় নানা রকমের ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। এর প্রেক্ষিতে ভিকটিম স্থানীয় গণ্যমান্য লোকজনদের নিয়ে বিরোধ মিমাংসা করার চেস্টা করলেও বিবাদীগণ বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করে।
একপর্যায়ে বিবাদীগণ স্থানীয় সার্ভেয়ার দ্বারা উভয়পক্ষের সম্মতিক্রমে পরিমাপ করে সীমানা নির্ধারন করতে অসম্মতি প্রদান করলে ভিকটিম পুনরায় প্রবাসে চলে যায়। ইতোপূর্বে প্রবাস থেকে বাড়িতে ছুটিতে আসার পর থেকে উক্ত বিবাদীগণ বিরোধ অব্যাহত রেখে পুনরায় ভয়ভীতি, হুমকি দিতে থাকে।
তারই ধারাবাহিকতায় উক্ত ১ থেকে ৪নং বিবাদীগণ চলতি মাসের গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ওই প্রবাসীকে অকথ্য ভাষায় গালমন্দ করতে করতে পিটিয়ে হত্যা করার হুমকি দেয় এবং এক পর্যায়ে হামলা করার চেস্টা করলে প্রাণ ভয়ে তিনি কৌশলে ওই স্থান ত্যাগ করেন। পরে বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিধিকে অবহিত করার পর ৪ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার এবং হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান অভিযোগ দায়ের করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রবাস টাইম কে জানান, এক প্রবাসী কে হত্যার হুমকির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post