সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তান (Pakistan) এবার নতুন বিপদের সম্মুখীন। শুধু তাই নয়, ফের একবার “সার্জিক্যাল স্ট্রাইক” ঘটল দেশটিতে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জইশ-অল-অদল জঙ্গি গোষ্ঠীর কমান্ডারকে হত্যা করেছে ইরান (Iran)। ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার দেশ ইরানের তরফে এমনটাই দাবি করা হয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মাস-কয়েক আগেই ইরান পাকিস্তানের এই জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সেই ঘটনার পর পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দেয় ইরানের উদ্দেশ্যে।
এছাড়াও, হামলা বন্ধ না করলে তার ফল ভালো হবে না বলেও ইরানকে সতর্ক করে পাকিস্তান।, কিন্তু তারপরেও জইশ-অল-অদলের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা চালানোর ঘটনায় পাল্টা ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালায় পাকিস্তান।
এমতাবস্থায়, পাকিস্তান এবং ইরান “বন্ধু” দেশ হিসেবে বিবেচিত হলেও এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। যদিও, শেষ পর্যন্ত দুই দেশই পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেললেও কয়েকদিন যেতে না যেতেই ফের পাকিস্তানে ঢুকে ইরানের হামলার বিষয়টি নতুন করে যে সামগ্রিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এই আশঙ্কাই করেছেন সকলে। শুধু তাই নয়, পাকিস্তান এর কোনো পাল্টা জবাব দেবে কি না এই বিষয়েও শুরু হয়েছে জল্পনাকল্পনা।
এদিকে, অল আরবিয়া নিউজের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানের জইশ-অল-অদল জঙ্গি সংগঠন ২০১২ সালে তৈরি হয়। ওই জঙ্গিগোষ্ঠী ইরানের দক্ষিণ-পূর্ব প্রান্ত সিস্তান-বালুচিস্তান প্রদেশে অত্যন্ত সক্রিয়।
এমতাবস্থায়, ওই জঙ্গিরা গত কয়েক বছর ধরে ইরান সেনার উপর হামলা চালাচ্ছিল। এদিকে, গত বছরের ডিসেম্বরেই জইশ-অল-অদল সিস্তান-বালুচিস্তান প্রদেশে একটি পুলিশচৌকিতে হামলা চালায় । ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১১ জন পুলিশকর্মী। তারপরেই আরও উত্তপ্ত হতে শুরু করে সামগ্রিক পরিস্থিতি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post