গত কয়েক সপ্তাহ ধরে, ইন্ডিগো বিমান সংস্থা বেশ কিছু বিতর্কিত ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যাত্রীদের মারধর, টারম্যাকে বসে যাত্রীদের খাওয়া, ইত্যাদি ঘটনায় ইন্ডিগোর খ্যাতি বেশ ক্ষুণ্ণ হয়েছে।
এবার নতুন করে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, ইন্ডিগোর একটি বিমানের ফুড এরিয়ায় আরশোলাদের অবাধ বিচরণ। ভিডিওতে দেখা যাচ্ছে, ফুড এরিয়ার মেঝেতে আরশোলা ঘুরে বেড়াচ্ছে, খাবারের টেবিলের উপরে উঠে বসছে, এমনকি খাবারও খাচ্ছে। প্রশ্ন উঠছে বিমানের পরিচ্ছন্নতা নিয়ে।
একেবারে খোশমেজাজে শুঁড় বাগিয়ে তারা হেঁটে চলে বেড়াচ্ছে। বিমানের অন্দরে এভাবে আরশোলাদের অনায়াস যাতায়াত অনেককেই অবাক করেছে। সদ্য তরুণ শুক্লা নামে এক নেটিজেন এই ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, ইন্ডিগোর এয়ারবাস এ ৩২০ তে এভাবে আরশোলাদের আনাগোনা দেখা গিয়েছে। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘ একটি বিমানের ফুড এরিয়ায় আরশোলা (অথবা যে কোনও জায়গায়) সত্যিই ভয়ঙ্কর।’
তিনি বলছেন, এয়ারবাস ৩২০ তুলনামূলক নতুন। সেখানে এভাবে আরশোলারা কীভাবে ঘোরাফেরা করতে পারে, সেটাই প্রশ্ন। তিনি আশা প্রকাশ করেন যে, বিষয়টি বিবেচনা করবে ইন্ডিগো। তিনি বলছেন, ইন্ডিগোর উচিত, এই ধরনের অভিজ্ঞতা যাতে কোনও যাত্রীর না হয়, তার দিকে নজর দেওয়া।
Cockroaches and in the food area of a plane (anywhere for that matter) are just truly awful.
One hopes @IndiGo6E takes a hard look at its fleet and checks how did this even happen given that it normally flies relatively new @Airbus A320s :
— Tarun Shukla (@shukla_tarun) February 22, 2024
তিনি লিখছেন, সবাই আশা করে যে ইন্ডিগো তার বিমানের সঠিক দেখভাল করবে। সেই আশার জায়গা থেকে এমন একটি নামি সংস্থার বিমানে এই ঘটনা কীভাবে ঘটতে পারে?
এদিকে, ওই ভিডিয়ো যে ইন্ডিগোর বিমানেরই, তা স্বীকার করে নিয়েছে বিমান সংস্থা। তারা নিজেদের তরফে ঘটনার ব্যখ্যা দিয়েছে। ইন্ডিগো বলছে, বিমানের এক অপরিস্কার কোণে এই আরশোলা দেখা গিয়েছে। তারা বলছে, ভিডিয়ো দেখার পরই তারা স্টাফদের সঙ্গে সংযুক্ত হয়। পরে স্টাফদের উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়।
ইন্ডিগো বলছে, বিমানকে পরিষ্কার করা হয়েছে পরে। বিমানে ইনসেক্টসাইড লাগানো হয়েছে। ইন্ডিগো এও জানিয়েছে, যে, তারা বিমান খুবই পরিচ্ছন্ন রাখে, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমন ঘটনার জন্য ইন্ডিগো দুঃখ প্রকাশ করেছে। জানা গিয়েছে, যে বিমানে এই ঘটনা ঘটেছে, সেটি পাটনা থেকে রওনা হয়। পরে তা দিল্লিতে পৌঁছয়। ফলে দিল্লিগামী ইন্ডিগো বিমানে দেখা যায় এই ঘটনা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post