নরসিংদীর শিবপুরে ভয়াবহ দুর্ঘটনায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ইতালি প্রবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন ও মনোহরদীতে কভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শিবপুরে নিহতরা হলো বি-বাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২) ও নিহতের ছোট বোন জামাই সেলিম মিয়া (৪৫)। তিনি একই এলাকার শামসু উদ্দিন মিয়ার ছেলে। এছাড়া মনোহরদীতে বাসচাপায় সোহাগ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন পর বি-বাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২) সকালে বাংলাদেশে আসে। তাকে আনতে ছোট বোন জামাই সেলিম সকালে একটি নোয়া মাইক্রোবাস নিয়ে এয়ারপোর্টে যায়। সেখান থেকে শাহ আলমকে নিয়ে বি- বাড়িয়া ফিরছিল। সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলে ৩ জন গুরুত্বর আহত হয় । পরে পুলিশ, ফায়রা সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১শ’ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে সেলিমের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতালি প্রবাসী শাহআলমের মৃত্যু হয়। এর আগে জেলার মনোহরদী গরুর বাজার এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় সোহাগ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
নরসিংদী ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে দুইটি যানবাহন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন মারা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post