বিমান সফর ঘিরে আরও এক উদ্বেগজনক ভিডিও ক্লিপ সদ্য সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বিমানের ভাঙাচোরা উইং। আর তাকে ঘিরেই চলছে আলোচনা। ঘটনা আমেরিকার। ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে এই ঘটনা দেখা যায়। বিমান যাচ্ছিল স্যান ফ্রান্সিসকো থেকে বোস্টন। তবে বিমানে উইংটি ঘিরে উদ্বেগের জেরে বিমানটি ডেনভরে জরুরি অবতরণ করে।
ঘটনা সোমবারের। সেদিন ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানে যাত্রী ছিলেন কেভিন ক্লার্ক। তিনি বলছেন, হঠাৎ করে তিনি একটি ধাতব কিছুর আওয়াজ শুনতে পান। কেভিন বর্ণনা করে বলছেন, এমন শব্দ তিনি শোনোননি আগে।
তিনি এরপর তড়িঘড়ি জানলায় চোখ লাগান। প্রাণে তখন প্রবল ভয়। তখনই কেভিন দেখতে পান উইংয়ের কিছুটা ভেঙে গিয়েছে। কালযাপন না করেই কেভিন এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানান পরিস্থিতির কথা। তিনি নিজে বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘ হঠাৎ, আমি এই অবিশ্বাস্য ধাতব কম্পন শুনলাম যা আমি আগে কখনও শুনিনি। আমি ঠিক ঘুম থেকে উঠে গেলাম, ওটা কি?’
এদিকে বিমানের ভিতর থেকে এই পরিস্থিতির ভিডিও করতে থাকেন কেভিন। কেভিন বলছেন, একটু পর একজন পাইলট আসেন। তিনি পরিস্থিতি দেখে নেন। পরে তিনি ককপিটে চলে যান। এরপরের ঘটনার বর্ণনায় তিনি বলছেন,’ কয়েক মিনিট পরে, তিনি পিএ সিস্টেমে আসে এবং ঘোষণা করেব যে উইংয়ের নীচের স্ল্যাটের কিছু ক্ষতি হয়েছে।’ পরে বিমানটি ঘুরিয়ে ডেনভারে জরুরি অবতরণ করা হয়।
কেভিনের স্ত্রী পরে ওই ঘটনার কথা ফেসবুকে শেয়ার করেন। কেভিনের স্ত্রী লিখছেন, ‘আমার স্বামী কেভিনের ইউনাইটেড ফ্লাইট ছিল সান ফ্রান্সিসকো থেকে বোস্টন পর্যন্ত। তবে তা ডেনভারে জরুরি অবতরণ করেছে। বাতাসে উইংটি ভেঙেছিল! সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সবাই নিরাপদে আছেন।’
ইউনাইটেড এয়ারলাইন্স মঙ্গলবার জানিয়েছে যে বোয়িং ৭৫৭-২- বিমানটি ১৬৫ জন যাত্রী নিয়ে ডেনভারে অবতরণ করেছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানের উইংয়ে সমস্যার কথা স্বীকার করে নিয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ অন্য একটি বিমান ডেনভার থেকে যাত্রীদের নিরাপদে বোস্টনে নিয়ে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post