আগামী কয়েক সপ্তাহের মধ্যে উত্তর ভারত মহাসাগরে একটি যৌথ সামরিক মহড়া চালাবে ইরান। এ মহড়ায় বিশ্বের অন্তত ১২টি দেশের নৌবাহিনী যোগ দেবে বলে জানিয়েছেন ইরানের নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।
মঙ্গলবার রাজধানী তেহরানে আইআরআইবি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর প্রেসটিভির।
শাহরাম ইরানি বলেন, চলতি ফারসি বছর শেষ হওয়ার আগেই এই মহড়া সম্পন্ন হবে। আগামী ১৯ মার্চ চলতি ফারসি বছর শেষ হবে।
গভীর সাগরে ইরানের নৌবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, ২০০৯ সাল থেকে বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাংকারগুলোকে নিরাপত্তা দেয়ার জন্য ইরানের নৌবাহিনী মোতায়েন করা রয়েছে। তখন থেকে এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইরানের নৌবাহিনী নিয়মিতভাবে টহল দিচ্ছে। এতে কৌশলগত সমুদ্রপথে ইরানের স্বার্থ সুরক্ষিত হয়েছে।
Different Iranian UUVstorpedo in service of the IRGC Navy. pic.twitter.com/Elcnf93hKr
— Yuri Lyamin (@imp_navigator) February 13, 2024
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, ইরানের নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ ও নৌযান তৈরিতে আত্মনির্ভরশীলতা অর্জন করেছে।
গত কয়েক বছরে ইরান বিশ্বের বিভিন্ন দেশ যেমন রাশিয়া, চীন ও পাকিস্তানের নৌবাহিনীর সাথে মহড়া চালিয়েছে। এসব মহড়ার মাধ্যমে ইরানের নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করা সম্ভব হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক জলসীমায় জলদস্যুতা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরানি নৌ বাহিনী যুক্ত রয়েছে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তেহরান।
বিশ্লেষকরা বলছেন, তেহরানের এই মহড়া ইসরাইলের জন্যও এক ধরনের সতর্কবার্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post