প্রবাসী বন্ধু সেজে অপরিচিত নম্বর থেকে ফোন। অপর প্রান্ত থেকে ভেসে আসে- বন্ধু চিনতে পেরেছিস? উত্তরে না, চিনতে পারছি না। তখন বলা হয়, তোর কোন বন্ধু বিদেশে থাকে? এ প্রান্ত থেকে বিদেশ থাকা বন্ধুর নাম বলতেই, সেই নামেই বন্ধু সেজে কথা বলা শুরু করে প্রতারক।
এভাবে কল করে বলে মা কিংবা বাবা ভীষণ অসুস্থ। হঠাৎ দেশে আসায় টাকাও ম্যানেজ করতে পারিনি। কখনো বলে মা মারা গেছে। টাকা পাঠানোর পরই সিম বন্ধ করে দিতো। পরে ভুক্তভোগীরা বুঝতো প্রতারণার শিকার হয়েয়ে তিনি।
এভাবে সিম্প্যাথি দেখিয়ে অভিনব কায়দায় গত ছয় মাসে আড়াই হাজার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সাইফুল ইসলাম দুর্জয় নামে এক প্রতারক। পরে অভিযোগের ভিত্তিতে এই অভিনব কায়দায় প্রতারণায় জড়িত দুর্জয়কে রাজধানীর সবুজবাগ থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গ্রেফতারকৃত আসামি এর আগেও একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হয়।
তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও প্রতারণাসহ ৯টি মামলা রয়েছে। তার বাড়ী নীলফামারি জেলার ডোমার থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার প্রত্যন্ত একটি গ্রামে। সেখানে অবস্থান করে সে প্রতারণার কাজ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে যেতেন। দীর্ঘ ১০ বছর এই প্রতারণার সঙ্গে যুক্ত দুর্জয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post