বিজয়নগর থানা পুলিশ গৃহবধূ নিখোঁজের ঘটনার প্রধান আসামি পপি আক্তারকে গ্রেপ্তার করেছে। পপি আক্তার নিখোঁজ গৃহবধূ ময়নার ননদ (স্বামীর ছোট বোন)। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার সময় পাশ্ববর্তী উপজেলা হবিগঞ্জের মাধবপুরের মনতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চম্পকনগ পুলিশ ফাড়ির ইনচার্জ গাজী রবিউল ইসলাম তার সঙ্গিয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি মনতলা এলাকায় তার দূর সর্ম্পকীয় দুলা ভাই মো. শফিক মিয়ার বাড়িতে আত্বগোপনে ছিলেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম দিন জানান, প্রধান আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে আমরা অপহৃত গৃহবধূ ময়নাকে উদ্ধারে সক্ষম হব।
উল্লেখ্য, শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ হওয়ার প্রায় এক মাস ধরে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে গত ১৩ ফেব্রুয়ারি বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ গৃহবধূর মা সুমি বেগম। ময়না নিখোঁজ হওয়ার পর সম্প্রতি একটি ভয়েস বার্তা প্রকাশ পেয়েছে। ভয়েস বার্তা প্রকাশের পর ঘটনাটি মোড় নেয় ভিন্ন দিকে।
ময়নার স্বামীর কাছে পাঠানো ভয়েস বার্তায় গৃহবধূ জানায়, ‘আমারে কীভাবে ভুলে থাকতেছো, আমাকে কি বাঁচাইবা না? আমি কোথায় আছি বলতে পারছি না। চারপাশে পাহাড় আর প্রচন্ঠ ঠান্ডা। আম্মা (শাশুরি) এবং আপা (স্বামীর ছোট বোন) জানে আমি কোথায় আছি। আমার মোবাইল পপি আপা কোথায় জানি রাখছে। তুমি পপি আপার সাথে কথা বল।
নিখোঁজ গৃহবধূ খাজিদা আক্তার ময়না বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। প্রায় ৭ বছর আগে একই উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. রমজান মিয়ার ছেলে সৌদি প্রবাসী রাসেল মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ময়নার। স্বামী প্রবাসে থাকলেও ওই গৃহবধূ তাবাচ্ছুব নামে একটি কন্যা সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। গত ১৯ জানুয়ারি বিকেল ৩টায় খাদিজা আক্তার ময়না তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়। প্রায় এক মাস অতিবাহিত হলেও কোনো সন্ধান মেলেনি তার।
ইমুর মাধ্যমে স্ত্রীর পাঠানো ভয়েস বার্তা পেয়ে স্বামী রাসেল মিয়া প্রবাস থেকে সেটি ময়নার বাবার কাছে পাঠিয়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন। ময়নাকে উদ্ধারের ব্যবস্থা নিতে জানান বলে বিষয়টি নিশ্চিত করেন ময়নার চাচা মোশাররফ হোসেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post