ওমানজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার রাত থেকেই মাস্কাট, আল উস্তা, দাখিলিয়া, দক্ষিণ এবং উত্তর আস শারকিয়্যাহ গভর্নরেটের বেশিরভাগ যায়গাতেই থেমে থেমে বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের বরাতে দেশটির প্রথম সারির গণমাধ্যমগুলোয় এ তথ্য জানানো হয়।
এদিকে পৃথক বিজ্ঞপ্তিতে আগামী রোববার থেকে ওমান নিম্নচাপের কবলে পড়তে যাচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছে আবহাওয়া সংস্থাটি। বলা হয়েছে, এই অবস্থা অন্তত চারদিন অর্থাৎ বুধবার পর্যন্ত স্থায়ী হবে। সর্বশেষ ওয়েদার ম্যাপ বিশ্লেষণের পর ওমানের উত্তর অংশ এবং আল উস্তায় এর প্রভাব সর্বোচ্চ হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন মাত্রার ভারি বৃষ্টিপাত ওয়াদিতে প্লাবনের সৃষ্টি করতে পারে।
ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের বিশেষজ্ঞরা আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সংস্থাটির তরফ থেকে সকল নাগরিক ও প্রবাসীকে আবহাওয়ার সর্বশেষ অবস্থা এবং এ সম্পর্কিত নির্দেশনা মেনে সতর্ক থাকবার পরামর্শ দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post