প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন যে সৌদি আরব শুধুমাত্র দক্ষ কর্মীই নয়, বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে শ্রম বাজারকে আরও উন্মুক্ত করবে এবং বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, “কর্মী নেয়ার বিষয়ে এরইমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নিচ্ছে দেশটি।”
এদিকে বৈঠক শেষে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ঘোষণা করেছেন যে, সৌদি আরব প্রথমবারের মতো ৬০ জন বাংলাদেশী নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ করবে। এই ঐতিহাসিক পদক্ষেপ দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে।
সৌদি আরবের রাষ্ট্রদূত আরও বলেন, গত বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন এই ধারাবাহিকতায় বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মী সৌদি ভিসা পাচ্ছেন। বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এজন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। শিগগিরই এবছরের বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post