ওমানে প্রকাশ্য জনসমাগমে এক প্রবাসীকে ছুরিকাঘাতের ঘটনা নিয়ে বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। তবে ভুক্তভোগীর স্বদেশি সহকর্মীর কাছ থেকে তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে প্রবাস টাইম। ওই পাকিস্তানির অবস্থা এখন বিপদমুক্ত।
এর আগে রোববার সকালে মাস্কাটের মাওয়ালেহ কেন্দ্রীয় মার্কেটে উপস্থিত মানুষের চোখের সামনেই এই প্রবাসী পাকিস্তানির উপরে হত্যাচেষ্টার হামলা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার কিছুক্ষণ পরেই এ ঘটনায় জড়িত ২ ব্যক্তিকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এ ঘটনার একটি ভিডিওতে আহত পাকিস্তানিকে অসহায় অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। জখমের কারণে রাস্তায় রক্ত ঝড়তে থাকে। জানা গেছে এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী আহত ব্যক্তির নিকটাত্মীয়। পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে।
খবর পাওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post