ভিসা চালুর বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনাসহ দূতাবাসের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব-ওমান এবং কমিউনিটি নেতাদের সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশিদের ওমানের আইন না মানার কারণে দূতাবাসের চেষ্টা ব্যর্থ হচ্ছে। তবুও আশা করা যায় অতি শীঘ্রই বাংলাদেশীদের ভিসা চালু হতে পারে। এসময় ওমানের আইনের প্রতি প্রবাসীদের শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান রাষ্ট্রদূত। সোশ্যাল ক্লাবের মহিলা উইং এর আসন্ন অভিষেক ও উৎসবে আমন্ত্রণ জানাতে ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের নেতৃত্বে রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন ক্লাবের কর্মকর্তারা।
এসময় ওমানে বেকার থাকা প্রবাসী বাংলাদেশিদের তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, তাদেরকে কাজে লাগানোর উদ্দেশ্যে দূতাবাসে তালিকা করা হচ্ছে। ইতোমধ্যে অনেক বেকার প্রবাসীকে কাজে লাগানো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের কাজে লাগাতে সহযোগিতা করছে। এছাড়া এনআইডি কার্ড, আইনি সহায়তা প্রদান এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post