অনলাইনে ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও প্রতারণার বিভিন্ন সরঞ্জামসহ চক্রটির এ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ থানা পুলিশ।
দীর্ঘদিন ধরে এ চক্রটি অনলাইনে ভিসা প্রতারণা ও থাই গেমের রমরমা বাণিজ্য করে আসছে বলে জানা গেছে। এছাড়া এ চক্রটির ফাঁদে পড়ে অনেক প্রবাসী নিঃস্ব হয়েছে বলেও জানা গেছে। এ নিয়ে সম্প্রতি উপজেলা আইন শৃঙ্খলা সভায় আলোচনাও হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ জানুয়ারি) রাতে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত ও কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শরীফ সহ সঙ্গীয় ফোর্স এ চক্রটির বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। এ অভিযানে সদর ইউনিয়নের গদা মাঝাপাড়া ও চেংমারী ব্রিজ এলাকা হতে অনলাইনে ভিসা প্রতারণা এবং থাই গেম চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত অনলাইনে ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের সদস্যরা হল কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা মাঝাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মোঃ সুজন ইসলাম (১৮), জিকরুল হকের পুত্র মোঃ রবিউল ইসলাম লিটন (২৮), মোজাফফর হোসেনের পুত্র মোঃ নুরুন্নবী (২১), বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি চেয়ারম্যান পাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মোঃ অর্নব (২০) ও মধ্য রাজীব গ্রামের ছাইয়েদুল ইসলামের পুত্র মোঃ রফিক ইসলাম (১৫)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি অনলাইনে ভিসা প্রতারণা করাসহ থাই গেমের রমরমা ব্যবসা করছে। বিভিন্ন কৌশলে প্রতারণা করে প্রবাসীদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ চক্রটি। এর ফলে চক্রটির ফাঁদে পড়ে অনেক প্রবাসী নিঃস্ব হয়ে পড়ছে। গ্রেপ্তারকৃত চক্রটির সদস্য সুজন ইসলামের বাড়ি হতে থাই গেমের ব্যবহৃত জুয়া সরঞ্জাম, ভিসা সরঞ্জাম, মোবাইল ৫টি, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ৬টি, সীম কার্ড ৫টি, কম্পিউটারের মনিটার ১টি, কম্পিউটারের সিপিইউ ১টি ও নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা সহ জব্দ করা হয়েছে।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি বাংলাদেশি প্রবাসীদের সাথে প্রতারণা করে আসছে। প্রতারণার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন-২৩ ধারায় মামলা করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post