গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশে নিতে অটোরিকশায় আসা দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালক, যাত্রী ও পথচারীসহ আহত হয়েছেন নয়জন।
রোববার (৪ ফেব্রুয়ারি) ইজতেমার আখেরি মোনাজাতের আগে সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর সিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোহেল মিয়া (৩৭) ও জনি মিয়া (১৮)। আহতরা হলেন- মো. ফিরোজ (৫০), মো. জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান, মো. বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। তবে তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর সিলমুন আকিজ কারখানার সামনে পুবাইল থেকে আসা টঙ্গীগামী একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক, অটোরিকশায় থাকায় ৮ যাত্রী ও দুই পথচারীসহ ১১ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলমুন স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post