সল্টলেকের বিই ব্লক থেকে উদ্ধার হল ৫ কোটি টাকার সোনা। ব্যাঙ্ক-প্রতারণার মামলায় দিনভর এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। উদ্ধার হয় প্রায় ৭ কেজি সোনা। এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এল, সে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ীকে।
সারাদিন ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কোটির সোনা উদ্ধার করা হয়েছে।
ইডি সূত্রের খবর, কোটি কোটি টাকার প্রতারণার একটি মামলার তদন্ত করতে গিয়ে ব্যবসায়ীর নাম উঠে আসে। সকাল থেকে সেখানে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, সোনা ছাড়াও ওই ব্যক্তির বাড়ি থেকে কিছু নগদ টাকা পাওয়া গিয়েছে। মিলেছে নথিও। ৫ কোটি টাকার সোনা একজন ব্যবসায়ী কেন নিজের বাড়িতে রাখবেন, সে নিয়েই উঠছে প্রশ্ন। ব্যবসায়ীর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post