সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই থেকে আসা এক প্রবাসী যাত্রীর মানিব্যাগে থেকে ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টায় সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই ঘটনা ঘটে।
ওই যাত্রীর নাম এম মাসুদ ইমাম। তিনি এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নং ফ্লাইটে ঢাকা আসেন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এমিরেটস এয়ারলাইন্স-এর বিমানটি ১০ নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর ২৬-কে সিটের যাত্রী এম মাসুদ ইমামের পরিচয় নিশ্চিত করা হয়। প্রবাসী যাত্রীর দেহ তল্লাশি করে একটি চামড়া সদৃশ মানিব্যাগের ভিতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। এরপর আরও দুইটি একই আকৃতির মানিব্যাগ পাওয়া যায়।
যাত্রীসহ জব্দকরা স্বর্ণ গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। যেখান থেকে দুই মানিব্যাগে ২৮টি স্বর্ণবার এবং অপর আরেকটিতে বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। উদ্ধারকরা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারপোর্ট বি-শিফটের কর্মকর্তা-কর্মচারীরা এই চোরাচালানটি রোধ করেন। আটক করা স্বর্ণবারগুলো ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হবে।
এই ঘটনায় সেই প্রবাসী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। একই সঙ্গে বিমানবন্দর থানায় তাকে হস্তান্তর করে ফৌজদারী মামলা দায়ের করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post