প্রতিষ্ঠার পর থেকেই অনিয়ম আর লোকসানের অভিযোগ মাথায় নিয়ে চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে বেশ কয়েক বছর ধরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া প্রতিষ্ঠানটি। এর মধ্যেই এবার বিরাট অঙ্কের মুনাফা হারানোর কথা জানাল প্রতিষ্ঠানটি। বিমান বলছে, ডলারের দাম বাড়ার কারণে ১ হাজার ৩৬৫ কোটি টাকা মুনাফা কমেছে তাদের।
গত অর্থবছর (২০২২-২৩) শেষে বিমানের লাভ মাত্র ২৮ কোটি টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ডলারের দাম না বাড়লে ১ হাজার ৪০০ কোটি টাকা লাভ হতো।
২০২২-২৩ অর্থবছরে বিমানের আয়-ব্যয়ের হিসেবে দেখা গেছে, শুধু যাত্রী পরিবহন করেই আয় ১ হাজার ৭৭৫ কোটি টাকা। আর গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে ১৩২ কোটি টাকা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, ‘ডলারের রেট ঠিক থাকলে আমরা অনেক লাভ করতে পারতাম। এতে বিমান শক্তিশালী হতে পারতো। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।’
এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী অনেক বিমান সংস্থাই ডলার বিনিময় হারের কারণে বিপাকে পড়েছেন।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘আমরা বিমানের লাভ হয় না–এটাই বেশি শুনি। তবে আমরা চাই বিমান লাভ করুক। আশা করব বিমানের সব হিসাব প্রতিবছর তারা জনসম্মুখে তুলে ধরবে। এতে তাদের স্বচ্ছতা নিশ্চিত হবে।’
উড়োজাহাজ বাড়ানোর পাশাপাশি নতুন রুট চালু করছে বিমান। এতে কিছুটা হলেও লাভের মুখ দেখা শুরু করেছে প্রতিষ্ঠানটি। ২০২১-২২ অর্থবছরে বিমানের লাভ হয় ৩২৮ কোটি টাকা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post