অন্তর্বর্তীকালীন বাজেটের দিনে বিমানের জ্বালানির দাম হাজার টাকার বেশি কমিয়ে দিল কেন্দ্রিয় সরকার। দিল্লিতে কমেছে জেট ফুয়েলের দাম। ফলে বিমানের টিকিট সস্তা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের দাবি, জ্বালানি সস্তা হওয়ায় ৪০ শতাংশ সাশ্রয় হবে বিমান পরিষেবার খরচ। সেক্ষেত্রে বিমান টিকিটের দাম কমতে পারে ৩০ শতাংশ। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এই নিয়ে কোনও ঘোষণা করেনি বিমান সংস্থা।
অন্তর্বর্তীকালীন বাজেটের দিনে কমল বিমানের জ্বালানির দাম। ফলে চলতি মাস থেকেই সস্তা হতে পারে বিমান যাত্রা। তবে এই খবর প্রকাশিত হওয়ার পর বেসরকারি বিমান সংস্থাগুলি থেকে ভাড়া নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জেট ফুয়েল বা বিমানের জ্বালানির দাম কমানোর কথা ঘোষণা করে মোদী সরকার। এদিন দিল্লিতে জেট ফুয়েলের দাম কিলোলিটার প্রতি ১,২২১ টাকা কমিয়েছে সরকার। এই নিয়ে টানা চার মাস রাজধানীতে কমল বিমানের জ্বালানির দাম।
জেট ফুয়েলের দাম কমানোর জেরে এদিন থেকে উড়ান সংস্থাগুলিকে দিল্লিতে ১,০০৭৭২.১৭ টাকা/কিলোলিটার দরে কিনতে হবে বিমানের জ্বালানি। অন্যদিকে মুম্বই ও চেন্নাইতে দাম দাঁড়িয়েছে ৯৮,২৪৬ টাকা/কিলোলিটার ও ১,০৪,৮৪০.১৯ টাকা/কিলোলিটার।
দেশের চারটি শহরের মধ্যে কলকাতায় বিমানের জ্বালানির দাম সবচেয়ে বেশি। বর্তমানে তিলোত্তমায় এক কিলোলিটার জেট ফুয়েল কিনতে বিমান সংস্থাগুলিকে দিতে হচ্ছে ১,০৯,৭৯৭.৩৩ টাকা।
বিশেষজ্ঞদের দাবি, বিমানের জ্বালানির দাম কমায় বিমান পরিষেবার খরচ ৪০ শতাংশ কমবে। ফলে অনেকটাই কমবে টিকিটের দাম। বিমানের টিকিটের দাম ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে মনে করছেন তাঁরা। দিল্লি-কলকাতা রুটে টিকিটের দাম সবচেয়ে বেশি কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দিল্লি-সহ দেশের প্রধান চারটি শহরে বেড়েছে রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দিল্লিতে ১৪ টাকা দামের গ্যাসের মূল্য LPG হয়েছে ১৯ টাকা কেজি । কলকাতায় এই দাম বেড়েছে ১৮ টাকা।
উল্লেখ্য দাম বৃদ্ধির জেরে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার পিছু খরচ হচ্ছে ১৮৮৭ টাকা। আগে যা ছিল ১৮৬৯ টাকা। অন্যদিকে দিল্লির ক্ষেত্রে ১৭৫৫.৫০ টাকা থেকে বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৬৯.৫০ টাকায় পৌঁছেছে।
তবে বাজেটের দিনে ঘরোয়া সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি। এদিন কলকাতায় ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার কিনতে দিতে হচ্ছে ৯২৯ টাকা। দিল্লি, মুম্বই ও চেন্নাইতে দাম রয়েছে যথাক্রমে ৯০৩, ৯০২.৫০ ও ৯১৮.৫০। প্রসঙ্গত, গত বছরের অগাস্ট থেকেই ঘরোয়া সিলিন্ডারের দামের কোনও বদল আসেনি।
প্রসঙ্গত, বাজেটের দিনে বিশ্ব বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। তবে এখনও তা ব্যারেল প্রতি ৮০ ডলারের বেশি রয়েছে। যদিও তার কোনও প্রভাব ঘরোয়া পাম্পগুলিতে পড়েনি। অর্থাৎ পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এদিন কলকাতায় এক লিটার পেট্রল কিনতে ১০০ টাকার বেশি খরচ হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post