চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন কুয়েতের অবৈধ প্রবাসীরা। আবাসন ও শ্রম আইন লঙ্ঘন করে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটি। একের পর এক অভিযান চলছেই। শেষ ৩ সপ্তাহে অন্তত পাঁচ শ’ অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। এ ছাড়া তাদের সহায়তাকারী কুয়েতি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা এসেছে।
জানা গেছে, দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে ঘুম নেই প্রবাসীদের। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে জেলিব আল শুইউখ, আল ফারওয়ানিয়া ও আল ফাহাহিল এলাকায় অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার এড়াতে অবৈধভাবে অবস্থান করা অনেকে রাতে পালিয়ে মরুভূমি, বনে-জঙ্গলে বা পরিচিতদের বাড়িতে গিয়ে অবস্থান করছেন।
আগে অবৈধ প্রবাসীরা নির্দিষ্ট জরিমানা দিয়ে দেশটিতে বৈধ হওয়ার সুযোগ পেতেন। তবে বর্তমানে এ সুযোগ স্থগিত করা হয়েছে। গত বছর দেশটির আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় কুয়েত।
দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের তত্ত্বাবধানে ও নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। তাই দেশটি প্রবাসীদের কঠোরভাবে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post