চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ ডিসি পার্কে ফুলের মেলা বসেছে। সারি সারি ফুলের গাছ, নানা রঙের ফুলের সমারোহ, মন মাতানো সুবাস। প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এই পার্কে ভিড় জমাচ্ছেন।
গত বছর ১৯৪ একর সরকারি খাস জায়গার ওপর গড়ে উঠা এ ডিসি পার্কে ইতোমধ্যে ফুটানো হয়েছে ১২৭ জাতের ফুলের কলি। রঙ বেরঙের ফুলের সুগন্ধে দারুণ সুবাস ছড়াচ্ছে পুরো পার্কজুড়ে।
এক সাথে এত জাতের ফুলের দর্শন ও সৌরভ নেয়ার সুযোগটি ফুলপ্রেমীরা কেউ হাতছাড়া করতে চাচ্ছেন না। তাই প্রতি দিন সকাল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ‘ফুল উৎসব ২০২৪’ এ পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন কয়েক হাজার দর্শনার্থী। গত বৃহস্পতিবার এ ফুল উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
উৎসবকে ঘিরে ফৌজদারহাট সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধ এলাকা এখন সাজ সাজ রব। দেশী-বিদেশী নানা রঙের ফুল দিয়ে সাজানো এ ডিসি পার্ক এখন ফুলের রাজ্যে পরিণত হয়েছে। ১২৭ প্রজাতির লক্ষাধিক ফুলের চারা রাখা হয়েছে এই পার্কে। সাগরপাড়ে ১৯৪ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে এ বাগান। দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে গড়ে তোলার জন্য কর্তৃপক্ষ সব ব্যবস্থাই গ্রহণ করেছে বলে জানা গেছে।
জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এ জায়গা একসময় মাদকের আস্তানা হিসেবে পরিচিত ছিল। আর সেখানে আমরা গড়ে তুলেছি ফুলের পার্ক। দ্বিতীয় বারের মতো এ ফুল উৎসবে আমরা দর্শনার্থীদের ভিন্ন স্বাদ দেয়ার নানান চেষ্টা করেছি।
বিশেষ করে এ পার্কে শিশুদের জন্য রয়েছে আলাদা কিডস জোন, দীঘির পানির ওপর নির্মিত কাঠের পুলের রাস্তা, আঁকাবাঁকা সেতু, ছনের ছাউনির গোলঘর, বাদামতলায় চেয়ার-টেবিল, পানিতে প্যাডেলচালিত কায়াকিং। এ ছাড়া ফুল উৎসবের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি, ভায়োলিন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান উৎসব। এতে আরো থাকছে আবহমান বাংলার অন্যতম ঐতিহ্য ১৫ ধরনের নৌকা প্রদর্শনী।
চট্টগ্রাম শহর থেকে আসা দর্শনার্থী সাবিনা ছিদ্দিকা জানান, ছুটির দিনে বাচ্চা ও পরিবার নিয়ে ঘুরতে যেতে ইচ্ছে করে। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে ইচ্ছা করে। আর এখানে আপনি সেটিই পাবেন। এখানকার বাহারি শতাধিক জাতের ফুলের প্রদর্শনীর পাশাপাশি শিশুদের জন্য নানান ধরনের কিডস জোন, লেকে নৌকা ভ্রমণ ও সমদ্রকে কাছ থেকে দেখতে পাওয়ার বাড়তি আনন্দ জোগাবে।
প্রথমত, গত বছরের ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী চট্টগ্রামে প্রথম ফুল উৎসবের আয়োজন করা হয়। সে সময় ১২২ প্রজাতির ফুলের চমকপ্রদ প্রদর্শনীর মাধ্যমে উদ্যাপন করা হয়েছিল ফুল উৎসব-২০২৩। ১০ দিনব্যাপী এ ফুল উৎসব ব্যাপক সাড়া ফেলেছিল চট্টগ্রামজুড়ে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post