হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মার্কিন দুই নাগরিক এক লাখ ডলার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তাদের আটক করা হয়।
অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) হাতে আটক বাংলাদেশি বংশোদ্ভূত ওই দুই নাগরিক মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯)। বিমানবন্দরের ৫ নম্বর আইএনএস গেটের স্ক্যানিং থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) তারা আটক হন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরের প্রি-বোর্ডিং চেকে দুই জনকে ১ লাখ মার্কিন ডলারসহ আটক করেছে এভসেক। তাদের এসব ডলার বহনের কোনো অনুমতি ছিল না। আইনানুগ ব্যবস্থা নিতে আটকদের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক মার্কিন দুই নাগরিকের থেকে ১ লাখ ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা সমমানের। এ বিষয়ে বিমানবন্দর থানায় মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post