ওমানের সোহারে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১১ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। বৃহস্পতিবার টাইমস অফ ওমানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ওমান পুলিশের বিবৃতিতে বলা হয়, উত্তর আল বাতিনা পুলিশের নেতৃত্বে চালানো অভিযানে ৩ জন নারী ও ৮ জন পুরুষ প্রবাসীকে একটি ফার্মে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় হাতেনাতে ধরে ফেলা হয়। তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা না গেলেও সবাই এশীয় অঞ্চলের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে পহেলা জানুয়ারী থেকে অভিযান চালুর পর থেকে মাস্কাট, ধোফার ও বাতিনার প্রশাসনিক এলাকাগুলোয় হাজারো প্রবাসীকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বৈধ কাগজ না থাকা বাংলাদেশিরা এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
শ্রম বাজারে শৃঙ্ঘলা ফেরাতে গত ১১ ডিসেম্বর শ্রম মন্ত্রণালয় ও সিকিউরিটি এন্ড সেফটি কর্পোরেশন একটি যৌথ ইউনিট গঠনের চুক্তি করে। পহেলা জানুয়ারি থেকে তারা অভিযান পরিচালনায় মাঠে নামে।
শ্রম মন্ত্রণালয়ের একজন সহকারী সচিব জানিয়েছেন, নিকট ভবিষ্যতে অভিযানের পরিধি আরও বাড়ানো হবে। ওমানকে বিনিয়োগকারীদের প্রতি আকৃষ্ট করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post