ইতালির রেসিডেন্ট পারমিট নবায়নে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশিসহ অন্য বিদেশি শিক্ষার্থীরা। ভোগান্তি কমাতে তাই এবার আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিচ্ছেন তারা। দেশটির রেসিডেন্ট বা স্টে পারমিট দ্রুত নবায়নে ওই আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আবেদনও করা হয়েছে। এর মধ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থীও আছেন।
সাম্প্রতিককালে ইতালিতে বসবাসের জন্য বিদেশিদের রেসিডেন্স বা স্টে পারমিট নবায়নের জন্য ১২ থেকে ২৪ মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অথচ দুই-তিন বছর আগেও অপেক্ষার এ সময় ছিল মাত্র তিন থেকে ছয় মাস। এতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা।
ভোগান্তি থেকে বাঁচতে পাঁচ শতাধিক বিদেশি ছাত্র-ছাত্রী চেঞ্জডটওআরজি নামে একটি সংস্থার মাধ্যমে আবেদন করেছেন। যাদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন। শিক্ষার্থীদের দাবি, ইতালি কর্তৃপক্ষ অহেতুক বিদেশিদের হয়রানি করছে।
সম্প্রতি ভেনিসের একটি হলরুমে ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন নর্থ ইতালি’র দ্বিতীয় কংগ্রেস বা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইতালিতে অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র-ছাত্রীরাও অংশ নেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনস্যুলেট জেনারেলসহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে রেসিডেন্স পারমিট নবায়নে দীর্ঘসুত্রিতার অবসান নিয়ে দাবি ছিল অন্যতম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post